তুমি নাকি কুকুর পুষছ।
দেখলাম বুলডগটাকে হাঁটাতে নিয়ে বেরিয়েছো।
সারাক্ষণ সবার পাশে কুকুর হয়ে বসে থাকতে।
তার ভেতরের কুকুর দেখতে।
তোমার কুকুর ভেতর থেকে বেরিয়ে এলো অবশেষে।
মুষিক যেমন বাঘ হয়েও ফিরেছিল তার স্বরূপে।
অবশেষে ফিরে গেলে নিজের রূপে, নেড়ি কুকুর।
একটা নেড়ি শেকল ধরে রেখেছে এক বুলডগের
দেখার মত দৃশ্য ছিল।