মিরপুরে হোম অফ ক্রিকেটে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচে অনবদ্য ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের সামনে অসহায় অবস্থায় পড়েছেন আফগান বোলাররা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তোলার পর অধিনায়ক লিটন দাস আফগানিস্তানকে ব্যাট করতে আমন্ত্রন জানান। টাইগার ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে পাহাড়সম ৬৬১ রান । অর্থাৎ এই টেস্টে জিততে হলে আফগানদের ৬৬২ রান করতে হবে। যদিও এখন পর্যন্ত টেস্টে সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ড ৪১৮ রানের।
৬৬২ রানের লক্ষমাত্রায় ব্যাট করতে নেমে আফগান ইনিংসের প্রথম বলেই ওপেনার ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন শরিফুল। আউট হয়ে সাজঘরে ফিরে যান আফগান ওপেনার। জাদরানের পর ক্রিজে আসেন রহমত শাহ। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট নেন তাসকিন। তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে আরেক আফগান ওপেনার আব্দুল মালিক ধরা দেন উইকেট রক্ষকের গ্লাভসে। শেষ খবর পাওয়া পর্যন্ত আফাগানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান। এই টেস্টে বৃষ্টি না হলে বাংলাদেশের জয় এখন সময়ের ব্যাপার মাত্র ।