
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১৬ জুন) এই সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও অধ্যাপক ডা. সংযুক্তা সাহাকে চিকিৎসা কার্যক্রমের বাইরে রাখতে বলা হয়েছে।
গত বুধবার ধানমন্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা করা হয়। মামলায় ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করে পুলিশ।