আজ বর্ষার দ্বিতীয় দিন। সন্ধায় এক পশলা শান্তির বৃষ্টিতে স্বস্তিতে শহরবাসি। গত কয়েকদিনের ভ্যপসা গরম থেকে মুক্তি মিলেছে শহরবাসির। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা উপভোগ করেছেন এই এক পশলা ।
মগবাজারের ৫০ বছরের চায়ের দোকানদার আনোয়ার মিয়া বলেন ‘গরমে শরীর দুর্বল লাগে। কাম কাইজে আনন্দ লাগেনা। এহন একটু আরাম লাগতাসে । ’
মবিন আলী ৪০ বছর বয়সী একজন ফল ব্যবসায়ী। ভ্যানে করে ফল বিক্রি করেন নিকেতন বাজার গেইট এলাকায়। তাঁর সাথে কথা বলে জানা যায় অধিক গরমে ফল তাড়াতাড়ি পচে যায়, ভালো দাম পাওয়া যায়না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন ‘ এই গরমে সারাদিন দাড়াইয়া ফল বেচি এইবারের মতন গরম আগে দেখিনাই। রাতেও গরমে ভালো ঘুম হয়না। আজকে মনে হয় ভালো ঘুম হবে।’
এদিকে আবহাওয়া অফিস বলছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে । এছাড়া রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছুটা প্রশমিত হতে পারে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd