জামালপুরে আওয়ামিলীগ নেতা ইউপি চেয়ারম্যান-এর সন্ত্রাসী বাহিনী কর্তৃক বাংলানিউজ ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম-কে মধ্য যুগীয় কায়দায় হত্যা'র প্রতিবাদে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেস্টা জনাব হাবিবুর রহমান হাবিব। ইয়ূথ ফোরামের সভাপতি জনাব মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদ এর মহাসচিব ও বিএনপি নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক প্রখ্যাত সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক এমপি জনাব আহসান হাবিব লিংকন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেস্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান সহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতা নেই উল্ল্যেখ করে তারা সরকারের সমালোচনা করেন।
উল্লেখ্য সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে বুধবার (১৪ জুন) রাতে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমকে পুর্বপরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশিগঞ্জ উপজেলা ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে তিনি মারা যান।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd