শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় হাউজ বিল্ডিং হতে চেরাগ আলী কলেজগেট পর্যন্ত ৪.৫০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজ পরিদর্শনকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। যাদের দেশের গণতন্ত্র নিয়ে সারা বিশ্বে প্রশ্ন রয়েছে তারা ভিসা নীতি দিচ্ছে। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন। বিএনপির সরকার হটানোর আন্দোলনের কথা ১৪ বছর ধরে শুনে আসছি। সরকারকে হটানোর জন্য দেশের জনগণকে নিয়ে আন্দোলন করার কথা। কিন্তু গত ১৪ বছরে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য একটি দৃশ্যমান মিছিলও করতে পারেনি, রাজপথে একটি বিক্ষোভও দেখাতে পারেনি।' আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী আরো বলেন 'পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততায় এদেশে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি বহু চেষ্টা করেছে, আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত অ্যাকশনে তারা সেটা প্রমাণ করতে পারেনি।' জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি হত্যার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না। হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd