বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ আয়োজনের পূর্ব নির্ধারিত রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায় ।
সমাবেশস্থল বগুড়া সেন্ট্রাল হাইস্কুলে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। সমাবেশ ঘিরে মাঠে তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ। আশেপাশের জেলা থেকে নেতা কর্মীরা সকাল থেকেই বগুড়া শহরে আসতে শুরু করেছে। শহরের সেউজগাড়ী আমতলা, সাতমাথা, বনানী, মাটিডালী প্রবেশদ্বারে ছোট বড় বাস মিনিবাসে দলীয় নেতা-কর্মীরা এসে জড়ো হয়ে ছোট ছোট মিছিলে সমাবেশ স্থলে পৌছাতে শুরু করেছে।
শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায় । সমাবেশ স্থলে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। পুলিশের বিভিন্ন টহলদল শহরব্যাপী নজরদারি রেখেছে। জেলা পুলিশ সহ বিভাগীয় পর্যায় থেকেও বাড়তি পুলিশ সার্বিক ব্যবস্থা সুষ্ঠু রাখতে কাজ করছে বলে জানা গেছে। সেন্ট্রাল স্কুল মাঠের সমাবেশস্থলে বেলা দুইটার আগ পর্যন্ত যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে, খবর সংগ্রহের জন্য গেলেও পথরোধ করে পুলিশ।
সমাবেশ স্থলে দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে প্যান্ডেল করা হয়েছে। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।