ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা কোনও প্রস্তাব পাঠাইনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বোঝানোর জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতকে সময়ের ‘পরীক্ষিত বন্ধু’ উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন,এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনও সম্পর্ক নেই।
মঙ্গলবার (২০ জুন) রাজধানীর স্বামীবাগে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।