প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা তাদের নিজেদের আদর যত্নে পোষা কোরবানীর পশু নিয়ে আসেন । এই সুবাদে বিপুল নগদ লেনদেন হয় কোরবানীর হাটে। কয়েক বছর আগেও খামারিদের টাকা ডাকাতি হত। তারপর হাটেই ভ্রাম্যমান ব্যাংক, বুথ, ডিপোজিট মেশিন বসানো শুরু হয়। এবার ঈদের আগেই জাল নোট শনাক্ত করতে ঈদুল আজহার আগে গরুর হাটে বুথ বসাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে যে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসাবে সৎ ও নিবেদিত কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে এবং সেই কর্মকর্তাদের পদবি এবং মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে মেইল করতে হবে।
বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সাথে সমন্বয় করতে বলা হয়েছে। ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই। লেনদেন শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি করপোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে।
ব্যাংকগুলো প্রতিটি বুথে নগদ টাকা গোনার মেশিন স্থাপন করে নোট এর সঠিক গণনা নিশ্চিত করবে। কোনো জাল নোট পাওয়া গেলে এসবের জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।