ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় সরাসরি সাক্ষাতকারে চাকরি পাবে ৩৬৫ জন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ২৩৫৪ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

বগুড়ায় তাৎক্ষনিকভাবে সাক্ষাতকারের মাধ্যমে ৩৬৫ জন নারী-পুরুষকে চাকরি প্রাপ্তির সুযোগ করে দিচ্ছে জেলা প্রশাসন। আগামী ২৪ জুন বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার মাধ্যমে এই সুযোগ পেতে যাচ্ছেন জেলার তরুণরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

জেলা প্রশাসনের সভাকক্ষে তিনি জানান, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যা সমাধান, প্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুন বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিসি বলেন, মেলায় চাকুরি প্রদানের লক্ষ্যে চাকরি প্রত্যাশীদের সিভি সংগ্রহের জন্য সিভি ড্রপ বক্স স্থাপন করা হবে। মেলার অংশগ্রহনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ ড্রপ বক্সে জমাকৃত সিভি হতে চাকুরিপ্রত্যাশীদের তাৎক্ষণিক ইন্টারভিউ গ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে সার্বোচ্চ সংখ্যক প্রার্থীদের চাকুরি প্রদান করবেন। বগুড়ার ১৩টি ও বাইরের ২ টি প্রতিষ্ঠান কর্মী সংগ্রহের জন্য সাক্ষাতকার নিবেন। যোগ্যতার ভিত্তিতে ৩৬৫ জনকে চাকরি দেয়া হবে। এর মধ্যে নারীদের জন্য ১১১ টি পদ রাখা হয়েছে।

এরপর ওই দিন বেলা আড়াইটা হতে ছাত্র- স্থাত্রীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারের জন্য ইতিমধ্যে ১৪শ জন রেজিস্ট্রেশন করেছেন। এখনও চলছে।

একই সাথে প্রতিমন্ত্রী বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এ অংশগ্রহণের পাশাপাশি বগুড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বগুড়া হাইটেক পার্ক এর প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন। এছাড়াও ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ১২ টি উপজেলায় জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা, বীর মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে “বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে আইডিইএ প্রজেক্ট কর্তৃক ৩২ জন উদ্যোক্তাগণকে তাদের কাজের প্রতি আরো আগ্রহী করে তোলার জন্য সম্মাননা সূচক ৫০ হাজার টাকার চেক দেয়া হবে। এ ছাড়া ১০ জন উদ্যোক্তাকে কাজের ক্ষেত্রে উৎসাহ দেয়ার জন্য ল্যাপটপ দিবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বেলা সাড়ে ৩টায় মাননীয় প্রতিমন্ত্রী বগুড়া সদর উপজেলা পরিষদ হতে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (জয় সেট সেন্টার) উদ্বোধন করবেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাসমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, গাজী ময়ূীদুর রহমান, রেবেকা সুলতানা ডলিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সরাসরি সাক্ষাতকারে চাকরি পাবে ৩৬৫ জন

আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

বগুড়ায় তাৎক্ষনিকভাবে সাক্ষাতকারের মাধ্যমে ৩৬৫ জন নারী-পুরুষকে চাকরি প্রাপ্তির সুযোগ করে দিচ্ছে জেলা প্রশাসন। আগামী ২৪ জুন বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার মাধ্যমে এই সুযোগ পেতে যাচ্ছেন জেলার তরুণরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

জেলা প্রশাসনের সভাকক্ষে তিনি জানান, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যা সমাধান, প্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুন বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিসি বলেন, মেলায় চাকুরি প্রদানের লক্ষ্যে চাকরি প্রত্যাশীদের সিভি সংগ্রহের জন্য সিভি ড্রপ বক্স স্থাপন করা হবে। মেলার অংশগ্রহনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ ড্রপ বক্সে জমাকৃত সিভি হতে চাকুরিপ্রত্যাশীদের তাৎক্ষণিক ইন্টারভিউ গ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে সার্বোচ্চ সংখ্যক প্রার্থীদের চাকুরি প্রদান করবেন। বগুড়ার ১৩টি ও বাইরের ২ টি প্রতিষ্ঠান কর্মী সংগ্রহের জন্য সাক্ষাতকার নিবেন। যোগ্যতার ভিত্তিতে ৩৬৫ জনকে চাকরি দেয়া হবে। এর মধ্যে নারীদের জন্য ১১১ টি পদ রাখা হয়েছে।

এরপর ওই দিন বেলা আড়াইটা হতে ছাত্র- স্থাত্রীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারের জন্য ইতিমধ্যে ১৪শ জন রেজিস্ট্রেশন করেছেন। এখনও চলছে।

একই সাথে প্রতিমন্ত্রী বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এ অংশগ্রহণের পাশাপাশি বগুড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বগুড়া হাইটেক পার্ক এর প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন। এছাড়াও ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ১২ টি উপজেলায় জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা, বীর মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে “বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে আইডিইএ প্রজেক্ট কর্তৃক ৩২ জন উদ্যোক্তাগণকে তাদের কাজের প্রতি আরো আগ্রহী করে তোলার জন্য সম্মাননা সূচক ৫০ হাজার টাকার চেক দেয়া হবে। এ ছাড়া ১০ জন উদ্যোক্তাকে কাজের ক্ষেত্রে উৎসাহ দেয়ার জন্য ল্যাপটপ দিবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বেলা সাড়ে ৩টায় মাননীয় প্রতিমন্ত্রী বগুড়া সদর উপজেলা পরিষদ হতে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (জয় সেট সেন্টার) উদ্বোধন করবেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাসমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, গাজী ময়ূীদুর রহমান, রেবেকা সুলতানা ডলিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।