ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত ও সমালোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার (২২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা ১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ( হিরো আলম ) মনোনয়ন জমা দিলে তার প্রেক্ষিতে গত রোববার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন বাছাই শেষে তাঁর আবেদন বাতিল করা হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।
তবে আজ বৃহষ্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান হিরো আলম।
আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়ন বৈধতা পায়। ফলে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে তাঁর আর কোন বাধা রইলোনা।
মনোয়নপত্র বাতিলের পর নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার আপিল করেছিলেন হিরো আলম। এর পরিপ্রেক্ষিতে এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শুরু হয়।
পরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, শুনানির আদেশ আগামী রোববার জারি করা হবে।
এছাড়া জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।