প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৩, ১:০১ এ.এম
গাছকাটা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইরের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রান হারালেন আরব আলী (৬৫) নামে এক বৃদ্ধ। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়েনর পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার মৃত নওয়াব আলীর পুত্র।
নিহতের মেয়ে সেতার বেগম বলেন, কাদের ও হকের মধ্যের কয়েকদিন পর ঝগড়াঝাটি হলে আমার বাবা বাড়ির মুরুব্বি হিসেবে তারা তাকে ডেকে নিয়ে যায় সে তাদের ঝগড়া মিটিয়ে দিয়েছে কয়েকবার। আজ সকালে তাদের গাছ কাটা নিয়ে ঝগড়া হলে হক মিয়া আমার বাবাকে ডেকে নিয়ে গেলে কাদেরের লোকজন মা-বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেয়। পরে আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে মারা গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরান ভাষান চর এলাকায় মৃত বিল্লত আলীর দুই পুত্র হক মিয়া(৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে গাছকাটা নিয়ে বিরোধের জেরে সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিবেশী আরব আলী বাধা দিতে গেলে কাদেরর লোকজন তার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। লাশের সুরথ হাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্ঠা অব্যাহত আছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd