
আটলান্টিক মহাসাগরের তলদেশে নিখোঁজ সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছে মার্কিন কোস্ট গার্ড।
মার্কিন কোস্ট গার্ড স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য জানায়।
মার্কিন কোস্ট গার্ডের মুখোপাত্র আরো বলেন ‘টাইটানিকের কাছেই আরেকটি ধংসাবসেষ পাওয়া গেছে । আরোহীদের বেঁচে থাকার কোন
সম্ভাবনা নেই।’ নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে ।
বৃহস্পতিবার সকালেই টাইটানের অক্সিজেন ফুরিয়ে যাবার কথা।
এতক্ষণ এই মানুষগুলো বেঁচে থাকা এক প্রকার অসম্ভব। ধারনা করা হচ্ছে যান্ত্রিক গোলাযোগের কারনে নৌযানটি বিস্ফোরিত হয়েছে।
সেই সাথে নিহত হয়েছেন নৌযানটির পাঁচ যাত্রী । কোস্ট গার্ড আরো জানায় নিহত যাত্রীদের লাশ উদ্ধারের চেষ্টা করছেন তারা।
উল্ল্যেখ্য, আটলান্টিক সাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে গত রবিবার ১৮ ই জুন একটি পর্যটকবাহী ২১ ফিট ডুবোযান ৫/৬
জন যাত্রী নিয়ে ১২ হাজার ৫০০ ফিট সমুদ্রের তলদেশে যাত্রা করে ।