ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১৬৮৮ বার পড়া হয়েছে

আগামীকাল রোববার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত হয়ে প্রধান হজের আনুষ্ঠানিকতা শুরু হবে কাবা চত্বরে। এবার পৃথিবীর ১৬০টির বেশি দেশের ২০ লাখেরও বেশি মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও  ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।

 

১২ই জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয় হজ পালনের রীতি সমাপ্ত হবে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আজ শনিবার (২৪ জুন) সর্বশেষ হজ ফ্লাইটে বাকি বাংলাদেশিরা মক্কায় পৌঁছুবেন।

 

বাংলাদেশ থেকে এবার সরকারি হজযাত্রী ১০ হাজার ৩৬০ জন এবং বেসরকারি হজযাত্রী ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।  যাত্রীদের সেবায় নিয়োজিত বিভিন্ন টিমের সদস্যসহ মোট ১ লাখ ২৩ হাজার ২৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ও সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইটসহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া অনেক ফ্লাইট আসন খালি রেখে সৌদি আরব গেছে। প্রথম দিনই ১৪০ আসন খালি রেখে বিমান যাত্রা করেছিল। এসব কারণে শেষ সময়ে এসে প্রায় ৬ হাজার ৫০০ জন হজযাত্রীকে সৌদিতে পৌঁছে দিতে অতিরিক্ত ১০টি ফ্লাইটের অনুমতি পেয়েছে মন্ত্রণালয়।

 

হজ গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

 

এদিকে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জুরাইন মাজারের পাশের এসএম ট্রাভেলস নামের একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীদের প্রায় চার কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এজেন্সির মালিক শাহ আলমকে প্রয়োজনে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে। এখানকার নিবন্ধিত ৫৩৮ জন ভুক্তভোগীরা সকলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (হাব) মধ্যস্থতায় আজ শনিবার সর্বশেষ ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সৌদিতে এ বছর ২৭ই জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ই জুন সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামীকাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা

আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

আগামীকাল রোববার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত হয়ে প্রধান হজের আনুষ্ঠানিকতা শুরু হবে কাবা চত্বরে। এবার পৃথিবীর ১৬০টির বেশি দেশের ২০ লাখেরও বেশি মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও  ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।

 

১২ই জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয় হজ পালনের রীতি সমাপ্ত হবে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আজ শনিবার (২৪ জুন) সর্বশেষ হজ ফ্লাইটে বাকি বাংলাদেশিরা মক্কায় পৌঁছুবেন।

 

বাংলাদেশ থেকে এবার সরকারি হজযাত্রী ১০ হাজার ৩৬০ জন এবং বেসরকারি হজযাত্রী ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।  যাত্রীদের সেবায় নিয়োজিত বিভিন্ন টিমের সদস্যসহ মোট ১ লাখ ২৩ হাজার ২৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ও সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইটসহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া অনেক ফ্লাইট আসন খালি রেখে সৌদি আরব গেছে। প্রথম দিনই ১৪০ আসন খালি রেখে বিমান যাত্রা করেছিল। এসব কারণে শেষ সময়ে এসে প্রায় ৬ হাজার ৫০০ জন হজযাত্রীকে সৌদিতে পৌঁছে দিতে অতিরিক্ত ১০টি ফ্লাইটের অনুমতি পেয়েছে মন্ত্রণালয়।

 

হজ গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

 

এদিকে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জুরাইন মাজারের পাশের এসএম ট্রাভেলস নামের একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীদের প্রায় চার কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এজেন্সির মালিক শাহ আলমকে প্রয়োজনে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে। এখানকার নিবন্ধিত ৫৩৮ জন ভুক্তভোগীরা সকলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (হাব) মধ্যস্থতায় আজ শনিবার সর্বশেষ ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সৌদিতে এ বছর ২৭ই জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ই জুন সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ।