ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইলসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে পরিবেশগত অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন নেইমারের বাবা ডি সিলভা স্যান্টোস। এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেইমারের মালিকানাধীন ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় একটি বিলাসবহুল প্রকল্প নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
২০১৬ সালে কেনা ১০ হাজার বর্গমিটারের জায়গাটিতে হেলিপ্যাড, স্পা ও জিম আছে। পানি চলাচলের পথ বদলে কৃত্রিম হ্রদ তৈরি, অনুমতি ছাড়া নদীর জল ব্যবহার, সৈকত থেকে বালু এবং পাথর তুলে এনে ব্যবহার করা সহ বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করার অভিযোগে মানগারাতিবা সিটি হল এবং সিভিল পুলিশ এক অভিযানে গ্রেফতার করে নেইমারের বাবাকে। ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল আর্থিক জরিমানা নিয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়।
মার্চে দোহায় নেইমারের গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে চোটের কারণে খেলতে পারছেন না। বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দিলেও গুঞ্জন চলছে পিএসজি তাকে সম্ভবত আর রাখছে না।। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস দাবী করেন নিজের সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি থাকা সত্ত্বেও সম্প্রতি তার ফ্যান ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে বিশ্বাসঘাতকের মত প্রেম করেছেন নেইমার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখে প্রেমিকার কাছে ক্ষমা চাইলেও ভক্ত-সমর্থকরা মেনে নেয়নি। একদিনেই ইনস্টাগ্রাম থেকে ২ লাখের ওপর ফলোয়ার গায়েব হয়ে গেছে নেইমারের। সব মিলিয়ে বেশ খারাপ সময়ই যাচ্ছে নেইমারের।