গোল ডট কম নামে সংবাদপত্রের সূত্রে গ্রেমিওর সভাপতি আলবার্তো গুয়েরা জানিয়েছেন, বার্সেলোনার সাবেক তারকা লুইস সুয়ারেজ এর ভবিষ্যত অনিশ্চিত। তার হাঁটুর চোট এতটাই ভয়াবহ যে আগামী দিনে পা কেটে বাদ দেওয়া হতে পারে বলে
আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ৩৬ বছর বয়সী উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ অস্টিয়োআর্থ্রোসিসে ভুগছেন। তার ডান হাঁটুতে দীর্ঘ দিন ধরে সমস্যা রয়েছে। ব্যথা এতটাই বেড়েছে যে নিয়মিত প্রচুর ইঞ্জেকশন নিয়ে খেলতে হচ্ছে তাকে। ওষুধের
উপরে প্রতিনিয়ত পা কে বাঁচিয়ে রেখেছেন তিনি। এতে সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডান হাঁটুর চোটে জর্জরিত সুয়ারেজ ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভেবেছেন যার দরুন আগামী দিনে
সুয়ারেজের প্রস্থেটিক পা (কৃত্রিম পা) লাগানোর সিদ্ধান্তের কথাও ভাবছেন। ফুটবলজীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলেও কবে অবসর নেবেন সেটা আলবার্তো গুয়েরা জানেন না।
ফুটবল প্রেমিকদের জন্য খবরটি নিঃসন্দেহে কষ্টের । তবে সুয়ারেজ ভক্তরা মনে করেন আবারো চোট থেকে সুস্থ্য হয়ে ফুটবলে ফিরে আসবেন এই উরুগুয়ের তারকা ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd