আগামী বৃহস্পতিবার ২৯শে জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মত এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।
সকাল সাতটার প্রথম জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম আবদুল হাদী। এরপর সকাল আটটার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মুহীউদ্দিন কাসেম। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান। সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এতে মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।
সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. রুহুল আমিন। সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম। পাঁচটি জামাতের কোনোটিতে
ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা জাকির হোসেন। উল্লেখ্য, আবহাওয়া অনুকূল না হলে জাতীয় ঈদগাহ মাঠের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটা থেকে পরিবর্তন হয়ে সকাল আটটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd