
২০১৬ সালের ঈদুল আযহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারা দেশে হইচই ফেলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। দেশজুড়ে তিনি পরিচিত তার স্বকীয় তালে গায়কীর কারণে। ঈদে তার একক গানের অনুষ্ঠান কখনো হাসির
কখনো ট্রলিং এর ইস্যু হয়ে উঠে শ্রোতামহলে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে মিমিক করার জন্য। এবারের ঈদুল আজহাতেও ঈদের দিন রাত সাড়ে ১০টায় নিজের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন
বাংলায় তার একক গানের অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। ১১টি গানের গুচ্ছ নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি। গানগুলোর শিরোনাম হলো— ভেঙে চুরে ছারখার, তোমার হাসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে
এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এছাড়াও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে। এছাড়াও থাকছে- আজ থেকে সবাইকে,
তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমণী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি নামের গান। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। এটিএন
বাংলার স্টুডিওতে গানগুলোর শ্যুটিং করা হয়েছে। ড. মাহফুজুর রহমান সবসময় অনেক আবেগ নিয়ে গান করেন। সবসময় নিজের খরচে নিজের চ্যানেলেই গান প্রচার করেন।