২০ বছর পর পরাজয়ের রেকর্ড ভেঙে রবিবার সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এবারই প্রথম দ্বীপ দেশটির বিপক্ষে সাফের লড়াইয়ে জিতলো জামাল ভূঁইয়ারা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা
স্টেডিয়ামের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ ছিল। হেরে গেলেই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হত। এমন সমীকরণ সামনে রেখে মালদ্বীপের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ারা। লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচে
দারুণ প্রতিরোধ গড়লেও হার বরণ করে সাফ থেকে বিদায়ের বিষাদের সুর শুনতে পায় জামালরা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়ায় কঠিন এক চ্যালেঞ্জের। ১৮ মিনিটে হামজা আহমেদের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। কিন্তু মনোবল না
হারিয়ে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে রাকিব হোসেনের গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ১-১ সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ দুর্দান্ত গতিময় হয়ে ওঠে গোল দেওয়ার জন্য এবং ৬৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণশীল
আক্রমণাত্মক জটলার ভেতরে থেকে আচমকা গোল দেন ডিফেন্ডার তারিক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মোরসালিনের বাঁ পায়ের আড়াআড়ি শটে বলের ঠিকানা জালে পাঠিয়ে নিশ্চিত হয় বাংলাদেশ জয়। ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে
দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এবার সামনে সেমিফাইনালের স্বপ্ন লাল সবুজের দল বাংলাদেশের।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd