এনডিটিভির খবর সূত্রে জানা গেছে ভারতের কর্ণাটকে স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে- এমন সন্দেহে বন্ধু মহেশের গলা কেটে রক্ত পান করেছেন বিজয় নামের এক ব্যক্তি। দেশটির পুলিশ কর্মকর্তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করেন। বিজয় সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে মহেশ নামের বন্ধুর অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে একদিন মহেশকে ডাকলে তাদের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ের রাগের মাথায় বিজয় ধারালো
অস্ত্র দিয়ে মহেশের গলা কাটেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয় মহেশকে মাটিতে ফেলে চেপে ধরে তার গলা থেকে বের হওয়া রক্ত পান করছে এবং মহেশকে মারধরও করছে। বীভৎসতম ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
হবার পর বিজয়কে গ্রেপ্তার করে কেঞ্ছারলাহালি পুলিশ স্টেশনে বিজয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মহেশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd