গতকাল রবিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় বার্তা জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন বছরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট হতে পারে কিনা তা জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত দেবে। দেশের মানুষের জন্য বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে ঘাটতি হচ্ছে যাতে আরো চার-
পাঁচ মাস খাদ্য কেনার সক্ষমতা থাকবে বাংলাদেশের। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং নিয়মানুযায়ী এই একাদশ সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। সংবিধান মোতাবেক, সংসদের
মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সুসম্পন্ন করতে হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd