দেশের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের রেকর্ড সৃষ্টি করেছে। পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী বলেন সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা যানবাহন পারাপার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি
এতে এক দিনে রেকর্ড ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। বুধবার (২৮ জুন) সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন মঙ্গলবার (২৭ জুন) রাত ১২ হতে বুধবার রাত ১২ পর্যন্ত ২৪
ঘণ্টায় সেতুর উপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। এরমধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এর বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
এর আগে গত বছরের ৭ জুলাই সব্বোর্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। এসময় পরিবহন সেতু পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।