গতকাল মঙ্গলবার দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনকালীন এক বক্তব্যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন কোরবানির আট ঘণ্টার মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বর্জ্য পরিস্কার করা হবে ও সেই সংগৃহীত বর্জ্য থেকে জৈব
সার তৈরি করে সবুজ ঢাকা প্রকল্পে ব্যবহার করা হবে। যে ওয়ার্ড সবার আগে বর্জ্য পরিস্কার করবে তাদের পুরস্কৃত করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য
বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ১১ হাজার পরিচ্ছন্ন কর্মী আনুমানিক দুপুর তিনটা থেকে কোরবানীর ৮ ঘন্টার ভেতরে ৪১১টি যানবাহনে বর্জ্য সংগ্রহের জন্য ৯ লাখ
পলিব্যাগ ও ১ লাখ পিস বায়োডিগ্রেডেবল পলিব্যাগ দিয়ে উত্তর সিটিতে পশুর বর্জ্য পরিস্কারে কাজ করবে বলেও জানান মেয়র আতিক। রাস্তা ও হাট এলাকার পরিচ্ছন্ন করতে ৬৮ টন ব্লিচিং পাউডার, ৪ হাজার ৫০০ লিটার স্যাভলন এবং ১ হাজার
৬০০ লিটার ফিনাইল ছিটিয়ে পরিচ্ছন্ন নগর নিশ্চিত করবে ডিএনসিসি।
ঢাকা উত্তর ও দক্ষিন সিটিতে এবারের কোরবানির ঈদে ১০টি করে মোট ২০টি পশুর হাট বসেছে। এই বাইরে কেউ অতিরিক্ত কোন হাট বা পশুর জমায়েত করে বেচাবিক্রি করলে তা অবৈধ হবে বলে কারণ এসব থেকে সরকার রাজস্ব পায়না।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd