মঙ্গলবার বিকেলে শুভশ্রী-রাজ চক্রবর্তী দম্পতি সুখবর জানান যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। বর্তমানে শুভশ্রীর ইউভান নামের এক পুত্রসন্তান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে
পোস্ট করে রাজ-শুভশ্রী লিখেছেন, ‘দাদা হতে চলেছে ইউভান। ইউভানের পদোন্নতি হলো। এবার বড় ভাই হতে চলেছে সে।’
এ খবর প্রকাশ হবার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রী-রাজকে ঢালাও অভিনন্দন জানাচ্ছেন ভক্ত সহ অনেক টালিউডের তারকাও। শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সৌমিতৃষা, কুণ্ডুর
অনেকেই। অভিনেত্রী মৌনী রায় লিখেছেন, ‘ছোট্ট সোনার জন্য আমার অনেক অনেক অনেক ভালোবাসা…আমি কিন্তু দারুণ মাসি হব, তাতে কোনো সন্দেহ নেই।’ কলকাতার গণমাধ্যম টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রীর স্বামী
পরিচালক রাজ জানিয়েছেন শুভশ্রীর প্রেগন্যান্সির তিন মাস পূর্ণ হয়েছে। তাঁর ভাষায়, আসলে তিন মাস না হলে তো সবাইকে জানাতে নেই, তাই আমরাও ব্যাপারটা অপেক্ষা করেছি, তিন মাস পার হতেই সবার সঙ্গে খবরটা শেয়ার করে নিলাম। তিনি
আরও বললেন, ‘আমাদের পরিকল্পনায় এটিই ছিল। শুভশ্রীর দ্বিতীয় প্রেগন্যান্সি কোনোভাবেই ‘আনপ্ল্যানড নয়’। ইউভানের বয়স তিন হলে তার জন্য খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেই করেছিলাম।’৩২ বছর বয়েসী শুভশ্রীর জন্ম বর্ধমানে। তিনি
২০০৭ সালে পিতৃভূমি ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হয়। এখন পর্যন্ত ২৬টি চলচ্চিত্র এবং অসংখ্য বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। গভীর প্রেমের পর ২০১৮ সালের ১১ মে দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ধুমধাম করে
রাজকীয়ভাবে বিয়ের পর্ব সেরেছিলেন রাজ-শুভশ্রী। ২০২০ সালের সেপ্টেম্বরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd