বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন(১৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এঘটনায় ২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত ১ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারলেও অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায় নি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd