
গরুর শিংয়ে আঘাত, ছুরি চালাতে গিয়ে আঙুল কাটা নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে ভীড় করছেন অনেকেই। কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। গরুর আঘাতে পড়ে গিয়ে গরুতরভাবে আহত হওয়া সহ কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোতে সকাল থেকে এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক ব্যাক্তি জরুরী চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানা যায় ।
কর্তব্যরত চিকিৎসকরা জানান আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও কাটা পড়েছে আঙুল, এছাড়া হাতের রগ কেটে ফেলেছে কেউ কেউ কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে ।