শুক্রবার (৩০ জুন) বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে সকালে আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সারভিসের প্রথম ইউনিট ১১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনসার, নৌ-পুলিশ, র্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।