
আগামীকাল সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত—বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হবে।ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে , ছয় দিন পর শুরু হতে যাচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। আমদানি-রফতানি শুরুর দিন বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশীয় কাঁচা মরিচের সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় বাজারে অস্থিতিশীল হতে শুরু করে। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ২৫ জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেয় সরকার। আগামীকাল বন্দর খুললে কাঁচা মরিচ আসবে।