ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫৮ লাখ ভিউ অমির ‘কিডনি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • ১৭৯৯ বার পড়া হয়েছে

নাটক কিডনি, পুনর্জন্ম ও ফিমেল থ্রি

অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫৮ লাখ ভিউ নিয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত ঈদের নাটক ‘কিডনি’। নাটকে অভিনয় করেছেন পলাশ, শিমুল, চাষী, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানাসহ অনেকে।

এদিকে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে গত ৫ দিনে ৫৭ লাখ ভিউ পাওয়া নির্মাতা ভিকি জাহেদের বহুল আলোচিত চ্যানেল আইয়ের সাড়া জাগানো নাটক‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব। মাত্র পাঁচ ঘণ্টায় এক মিলিয়ন মানুষ নাটকটি দেখে! ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম দুদিনের কম সময়ে এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৫০ লাখ বার!  মন্তব্য পড়েছে সাড়ে ১৫ হাজারের বেশি! নিশো-মেহ্জাবীন ছাড়াও ‘পুনর্জন্ম’ অন্তিম পর্বে নওশাবা, মুকুল সিরাজসহ আগের সকল অভিনেতা অভিনেত্রীরা আছেন।

রোববার (২ জুলাই) ইউটিউবে মুক্তি পেয়েছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ফিমেল’ ও ‘ফিমেল টু’ এর তৃতীয় সিক্যুয়েল ‘ফিমেল থ্রি’। বরাবরের মতো এ নাটকও দর্শকদের নজর কেড়েছে। ২২ ঘণ্টায় নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫২ লাখের বেশি। ‘ফিমেল থ্রি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফানা মৃধা শিবলু প্রমুখ। দর্শকদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘আপনারাই আমার শক্তি, আপনাদের এই ভালোবাসার জন্যই কাজ করার উৎসাহ পাই, দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫৮ লাখ ভিউ অমির ‘কিডনি’

আপডেট সময় : ১০:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫৮ লাখ ভিউ নিয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত ঈদের নাটক ‘কিডনি’। নাটকে অভিনয় করেছেন পলাশ, শিমুল, চাষী, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানাসহ অনেকে।

এদিকে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে গত ৫ দিনে ৫৭ লাখ ভিউ পাওয়া নির্মাতা ভিকি জাহেদের বহুল আলোচিত চ্যানেল আইয়ের সাড়া জাগানো নাটক‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব। মাত্র পাঁচ ঘণ্টায় এক মিলিয়ন মানুষ নাটকটি দেখে! ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম দুদিনের কম সময়ে এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৫০ লাখ বার!  মন্তব্য পড়েছে সাড়ে ১৫ হাজারের বেশি! নিশো-মেহ্জাবীন ছাড়াও ‘পুনর্জন্ম’ অন্তিম পর্বে নওশাবা, মুকুল সিরাজসহ আগের সকল অভিনেতা অভিনেত্রীরা আছেন।

রোববার (২ জুলাই) ইউটিউবে মুক্তি পেয়েছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ফিমেল’ ও ‘ফিমেল টু’ এর তৃতীয় সিক্যুয়েল ‘ফিমেল থ্রি’। বরাবরের মতো এ নাটকও দর্শকদের নজর কেড়েছে। ২২ ঘণ্টায় নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫২ লাখের বেশি। ‘ফিমেল থ্রি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফানা মৃধা শিবলু প্রমুখ। দর্শকদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘আপনারাই আমার শক্তি, আপনাদের এই ভালোবাসার জন্যই কাজ করার উৎসাহ পাই, দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।