ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জামাল-মার্টিনেজের দেখা হলো না !

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • ১৬৯৬ বার পড়া হয়েছে

সোমবার দুপুরে ঢাকায় এসেছিলেন  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজ । বাংলাদেশ  জাতীয়  ফুটবল দল সদ্যসমাপ্ত  সাফ চ্যাম্পিয়নশীপের  সেমিফাইনাল শেষে ঢাকায় ফিরেছেও  আজ । মার্টিনেজ  ঢাকা সফর শেষে যাচ্ছিলেন কলকাতায়। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সেই সময় অনেক চেষ্টা করেছিলেন আর্জেন্টিনার গোলকিপারের সঙ্গে দেখা করতে। কিন্তু , ফুটবলের সাথে  যাদের  বিন্দুপরিমাণ সম্পর্ক নেই  তারা দেখা  পেলেও ব্যর্থ হয়েছেন  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের  অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিমানবন্দরের ভেতরে এসময় জামালের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন।  তিনি গণমাধ্যমে    বলেছেন, ‘অনেকে চলে গেলেও জামাল ভাই মার্টিনেজের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। মার্টিনেজ যেখানে ছিলেন সেখানে কড়া নিরাপত্তা ছিল। আমি সেখানে গিয়ে তার সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা করার ইচ্ছার কথা জানাই। কিন্তু কোনও সাড়া পাইনি। এসময় অধিনায়ক আমার সঙ্গেই ছিলেন। হয়তো আগে থেকে শিডিউল না থাকায় দেখা হয়নি।’  ১১ ঘণ্টার বাংলাদেশ সফরের পর বিকাল সাড়ে চারটার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা মার্টিনেজের। জামাল গণমাধ্যমে   বলেছেন, ‘আসলে এয়ারপোর্টে অনেক লোক ছিল। হয়তো এ কারণে তার সঙ্গে দেখা হলো না। যদি আগে থেকে বলা থাকতো তাহলে হয়তো সম্ভব ছিল। দুর্ভাগ্য যে দেখা হলো না। ’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামাল-মার্টিনেজের দেখা হলো না !

আপডেট সময় : ০৮:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

সোমবার দুপুরে ঢাকায় এসেছিলেন  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজ । বাংলাদেশ  জাতীয়  ফুটবল দল সদ্যসমাপ্ত  সাফ চ্যাম্পিয়নশীপের  সেমিফাইনাল শেষে ঢাকায় ফিরেছেও  আজ । মার্টিনেজ  ঢাকা সফর শেষে যাচ্ছিলেন কলকাতায়। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সেই সময় অনেক চেষ্টা করেছিলেন আর্জেন্টিনার গোলকিপারের সঙ্গে দেখা করতে। কিন্তু , ফুটবলের সাথে  যাদের  বিন্দুপরিমাণ সম্পর্ক নেই  তারা দেখা  পেলেও ব্যর্থ হয়েছেন  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের  অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিমানবন্দরের ভেতরে এসময় জামালের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন।  তিনি গণমাধ্যমে    বলেছেন, ‘অনেকে চলে গেলেও জামাল ভাই মার্টিনেজের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। মার্টিনেজ যেখানে ছিলেন সেখানে কড়া নিরাপত্তা ছিল। আমি সেখানে গিয়ে তার সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা করার ইচ্ছার কথা জানাই। কিন্তু কোনও সাড়া পাইনি। এসময় অধিনায়ক আমার সঙ্গেই ছিলেন। হয়তো আগে থেকে শিডিউল না থাকায় দেখা হয়নি।’  ১১ ঘণ্টার বাংলাদেশ সফরের পর বিকাল সাড়ে চারটার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা মার্টিনেজের। জামাল গণমাধ্যমে   বলেছেন, ‘আসলে এয়ারপোর্টে অনেক লোক ছিল। হয়তো এ কারণে তার সঙ্গে দেখা হলো না। যদি আগে থেকে বলা থাকতো তাহলে হয়তো সম্ভব ছিল। দুর্ভাগ্য যে দেখা হলো না। ’