শক্তিশালী কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে এবারের চ্যাম্পিয়ন ভারত। টানটান উত্তেজনার ম্যাচে শক্তিশালী কুয়েতও চ্যালেঞ্জ জনাতে সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল ভারত। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা স্বাগতিকরাই হাসলো। এদিন দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম। ভারতের জয় দেখতে গ্যালারিতে ভিড় করেছিলেন প্রায় ২৬ হাজার ফুটবলপ্রেমী। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুদল। শেষ পর্যন্তটাইব্রেকারে সুনীল ছেত্রীর দল হারিয়ে দেয় অতিথি হয়ে খেলতে আসা কুয়েতকে। কুয়েতকে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে। এর আগে ২০০৩ সালে সাফের ফাইনাল দেখেছিল টাইব্রেকার। সেবার মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ ফুটবল দল। এছাড়াও ২০০৯ সালে ঢাকাতেই টাইব্রেকারে মালদ্বীপকে হারায় ভারত। ১৪ বছর পর ভারতকে সাফের আরেকটি টাইব্রেকারে অসাধারণ শর্ট ঠেকিয়ে শিরোপা জিতিয়ে নায়ক হয়ে ওঠেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং। এই নিয়ে নবমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট উঠল তাদের মাথায়।
সংবাদ শিরোনাম ::
টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়ন ভারত
- অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- ১৬৭২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ