দীর্ঘদিন যকৃত প্রদাহ ও হৃদরোগজনিত জটিলতায় ভোগার পর সোমবার (৪ জুলাই ) রাত ১০টায় ঢাকায় বনানীর ইয়র্ক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক অতিরিক্ত সচিব, লেখক, কবি আফতাব আহমেদ। প্রয়াত আফতাব আহমেদ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। প্রায় এক বছর আগে তার একবার স্ট্রোক হয়। তার স্বজন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার স্ত্রীর সঙ্গে ১০ বছর আগে ছাড়াছাড়ির পর ২০১৯ সালের অক্টোবরে গুলতেকিন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।
প্রয়াত আফতাব আহমেদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তাঁর স্ত্রী গুলতেকিন খানের প্রথম সংসার ছিল উপন্যাসিক হুমায়ুন আহমেদের সঙ্গে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd