আজ মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তামিমার মেয়ে রাশফিয়া হাসান তুবা ও তামিমার স্বামী রাকিবের মামা লুৎফর রহমান সহ দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সবাইকে এজলাস কক্ষ থেকে বের করে দিয়ে ক্যামেরা ট্র্যায়ালের মধ্যে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের উকিল তাদের জেরা করেন। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু ছিল। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করায় তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ২০২১ সালের বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে প্রতিবেদনটি দেন মামলার পিবিআই’র তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে এ প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত তামিমার মাকে মামলা থেকে অব্যহতি দেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd