সোমবার বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের সাথে আলাপকালে এক বেফাঁস কথা বলে শাকিব ফ্যানদের তোপের শিকার হন ‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনেতা আফরান নিশো।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে ‘বিয়ে-বউ’ প্রসঙ্গে কথা বলতে গেলে পরোক্ষভাবে শাকিব খানকেই যেন খোঁচা মেরে বসেন তিনি।
নিশো বলেন, ‘একটা প্রশ্ন বারবারই আসে, সেটা হচ্ছে চাপ। এই চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি। চাপটা আসলে কীসের?’
এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বলেন, ‘বয়সটা বলে দিলেন!’ জবাবে নিশো যে উত্তর দিলেন সেখানেই যেন শাকিবকে নিশানা করলেন। অভিনেতা বললেন, ‘বয়স বলছি কারণ, আমি তো সো কলড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না, বা বাচ্চার কথা বলব না।’
তবে এই মন্তব্যে বিতর্ক আঁচ করতে পেরে নিশো বলেন, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করো না। অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’
এদিকে শাকিবের ফ্যানরা সুড়ংগ সিনেমাটি রিলিজের সাফল্যের পর ক্রমাগত নেট দুনিয়ায় বিভিন্ন রকম ট্রল করে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd