মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে অনিয়মের দায়ে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । চার ক্লিনিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফাতেমা ক্লিনিকে ৫০ হাজার, রোকেয়া জেনারেল হসপিটালে ৩০ হাজার, নিউ মডেল ক্লিনিকে ৩০ হাজার ও হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি অপরিষ্কার থাকার দায়ে ওই চার ক্লিনিকের মালিকদের অর্থদণ্ড করা হয়েছে।
এ অভিযানের সময় উপস্থিত ছিলেন, মেডিকেল এক্সপার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd