কোরবানির ঈদের ছুটিতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হন ৩১ জন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনে জানান "ঈদের আগে ১ হাজার ৭৬৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তারও করা হয়। ছিনতাইকারীদের আমরা যখন আইনের মাধ্যমে আদালতে পাঠাই, তারা একটা সময় জামিন পেয়ে যায়। জামিন পেয়ে আবার সমাজের সাথে মিশে যায় তারা। এই সীমাবদ্ধতা নির্মূল করার ক্ষমতা আমাদের নেই। এগুলোও কিন্তু একটা বাস্তবতা।"
মিরপুর মডেল থানার ১০নং গোল চত্বর এলাকা থেকে নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করা “ধাক্কা পার্টি” এর গ্রেফতার চার জন হলো– রাসেল (২২), আমান (২৪), উজ্জ্বল (২৩) ও রনি (১৯)।
এছাড়াও মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৮ ছিনতাইকারীদের আটক করে যারা বিভিন্ন গণপরিবহনে চলাচলরত জানালার পাশে বসে থাকা যাত্রীদের টার্গেট করে তাদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি ছিনিয়ে নিত। কেউ বাধা দিতে গেলে তাদের চাকু দিয়ে আঘাত করত। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা রাস্তায় মল ত্যাগ করে নিজেদের গায়ে মেখে নিয়ে আশপাশের জনগণ ও পুলিশের গায়েও ছুড়ে মারে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd