শুভশ্রীর পরিবর্তে জয়া আহসান
কোলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ‘দশম অবতার’ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন । এতে অভিনয়ের জন্য নায়িকা হিসেবে চূড়ান্ত ছিলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় সিনেমাটি করা হচ্ছে না তার। আর এ কারণে পরিচালক সৃজিত সিনেমাটিতে শুভশ্রীর পরিবর্তে নায়িকা হিসেবে অভিনয়ের প্রস্তাব পাঠিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।
এর আগেও সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছিলেন জয়া আহসান।
একসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া। বিষয়টি পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জয়া আহসান।