ওডিআই সিরিজের আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচেই বৃষ্টি আইনে ১৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার পর থেকেই ম্যাচে বেশ কয়েকবার বৃষ্টি হানা দেয়। এই অবস্থায় ডিএল এর শঙ্কা তৈরী হয়। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পরই জানা গিয়েছিল, খেলা আর শুরু না হলে ১৭ রানে হারেবে বাংলাদেশ। অবশেষে সেটিই হলো।
প্রথম দুই দফা বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে নিয়ে আসা হয়েছিলো। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৯ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। তৌহিদ হৃদয়ের ৬৯ বলে ৫১ রানের ইনিংসের মাধ্যমে এই সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান। তবে তৃতীয় দফা বৃষ্টি যেন বাংলাদেশের কঠিন পরিস্থিতি তৈরী হয়। ১০.৩৫ মিনিটের ভেতর বৃষ্টি থামলে আফগানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়াতো। সেক্ষেত্রে ৭.২ ওভারে আফগানিস্তানের দরকার হতো মাত্র ২৮ রান।
তবে শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় বল আর মাঠে গড়ায়নি। খেলা বন্ধ হওয়ার আগে আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করেছিল। জয়ের জন্য নির্ধারিত রানের চেয়ে তারা এগিয়ে ছিল ১৭ রানে। শেষ পর্যন্ত ওই রানে জিতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী আফগানিস্তান।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd