দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম সামান্থা রুথ প্রভু। তার অভিনয়ের ভক্তসংখ্যাও নেহাতই কম নয়। অভিনেত্রী নিজেকে একজন প্যান-ইন্ডিয়া তারকা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। কারণ তার ভক্তরা সারা দেশে ছড়িয়ে রয়েছে। দ্য ফ্যামিলি ম্যান টু-এর পর থেকেই তিনি পুরা ভারতে ডানা মেলেছেন, প্রতিটি অংশ থেকে ভালবাসাও পেয়েছেন। তবে শারীরিক সমস্যার কারণে সামান্থা রুথ প্রভুর জন্য গত বছরের সময়টা বেশ কঠিন ছিল। অভিনেত্রী মায়োসাইটিস নামক একটি অটো ইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন।
২০২২ সালের অক্টোবরে, তিনি অনুরাগীদের জন্য খবরটি শেয়ারও করেছিলেন। সামান্থা তারপরেও তার কর্মজীবনে এর প্রভাব খুব একটা পড়ুক সেটা চাননি। বরং, আরো মনোযোগ সহকারে কাজ করে গিয়েছিলেন। নানা সমস্যার মাঝেই তার প্রোজেক্টগুলির কাজ চালিয়ে যান। তবে বর্তমানে শোনা যাচ্ছে অভিনেত্রী এক বছরের দীর্ঘ বিরতি নিতে চলেছেন।
তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য যাবতীয় চেষ্টা করছেন। অতিরিক্ত সময়ও দিচ্ছেন সব কাজে মনোনিবেশ করার জন্য। অভিনেত্রী ইতিমধ্যেই চুক্তিবদ্ধ প্রকল্পগুলির জন্য প্রযোজকদের কাছ থেকে যে অগ্রিম টাকা নিয়েছিলেন তার সবটা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।