কি ভাবছেন? আলিয়ার মুখে খেলা হবে স্লোগান! জি সত্যিই শুনেছেন। সম্প্রতি আলিয়া ভাট-রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার মুক্তি পেয়েছে ।
ট্রেলারটি নিয়ে যতোটা না সাড়া, তারচেয়ে বেশী এই ছবির একটি সংলাপ নিয়ে, কী সেই সংলাপ? বহু কৌতুহলের মধ্যে রয়েছেন বাংলা ভাষাভাষি দর্শক এই ট্রেলারটি নিয়ে! সেটি হলো খেলা হবে।
করণ জোহর পরিচালিত এই ছবিতে বাঙালি কন্যার চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। ট্রেলারে তার মুখেই এবার শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান! যা নিয়ে রীতিমত শোরগোল তামাম নেটদুনিয়ায়!