
বিগত দেড় মাসে বিরোধী দল বিএনপির প্রায় ১০ হাজার নেতা-কর্মীর নামে মামলা, ৮৩৬ জন গ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনে এক নেতার মৃত্যু হয়েছে বলে গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা থেকে দলটি অভিযোগ করেছে । বিএনপি বলছে, আসন্ন সংসদ নির্বাচন কেন্দ্র করে বিরোধী নেতা-কর্মীদের মাঠ থেকে সরানোর উদ্দেশ্যে মামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা ঘটছে বিবৃতি দিয়ে সভায় ওঠা এসব অভিযোগের বিষয় বুধবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে প্রকাশ করে দলটি।
বিএনপি বলছে, গত ১৯ মে থেকে সারা দেশে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রবিরোধী তৎপরতায় ২১৫টি মামলায় বিএনপির ৯ হাজার ৮০০ নেতা-কর্মী আসামি হয়েছেন। এর মধ্যে ৮৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। ২০ জুন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্যাতন ও কারা কর্তৃপক্ষের অবহেলায় বিএনপির নেতা দিদার মোড়লের মৃত্যু হয়েছে। ঈদুল আজহার আগে ও পরে, এমনকি ঈদের দিনেও বিভিন্ন স্থানে নির্বিচারে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে আলোচনা হয়। সভায় ক্ষমতাসীনদের সন্ত্রাস, পুলিশের নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে স্থায়ী কমিটি।