পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে আজ ভোর পর্যন্ত ৪৩টি ফ্লাইটে ১৫ হাজার ৭১৮ জন হাজি সুস্থভাবে দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই অব্দি ৮১ জন হাজি মারা যাওয়ার তথ্য দিয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। নিহত ৮১ জন এর মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় ৬৭ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন মৃত্যু বরণ করেছেন।
সৌদি আরবের শরীয়াহ অনুযায়ী, কোনো হাজি মারা গেলে তার মরদেহ নিজ দেশে নেয়ার নিয়ম নেই। এমনকি পরিবার-পরিজনের কোনো অনুরোধ আপত্তি গ্রহণ করা হয়না। হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে, মদিনায় মারা গেলে মসজিদে নববীতে, জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে সৌদি আরবের মক্কার শারায়া কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd