বলিউডের মিঃ পারফেক্টসনিস্ট বরাবরি জনপ্রিয়তার শীর্ষে। তবে তার সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তাই পরিবারকে সময় দিতে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। তবে বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে আবারো আমির ফিরছেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে!
এর আগে এই জুটি একসাথে দুটি তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেল । ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ সিনেমায় রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির খান। আর দুটি সিনেমাই ছিল বক্স অফিসে সুপার হিট। আবারো দীর্ঘ প্রায় ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালী পর্দায় আবারও দেখা যেতে পারে আমির-হিরানির ম্যাজিক।
জানা যায় আমির খান ও হিরানি জুটি বায়োপিক–ধর্মী একটি সিনেমা নির্মাণ করবেন। তবে কার বায়োপিক বা সিনেমার নাম কী এ ব্যাপারে কিছু জানা যায়নি ।
বেশ কবছর ধরেই এই দুই তারকা একত্রে কাজ করতে চাইছিলেন তবে সময় ও সুযোগ হয়ে উঠছিলনা । এই বায়োপিকে হিরানির পক্ষ থেকে প্রস্তাব আসলে রাজি হয়ে হয়ে যান ‘থ্রী ইডিয়টস ‘তারকা । জানা যায় চিত্রনাট্যও বেশ পছন্দ হয়েছে আমিরের । তবে এখনো চুক্তি স্বাক্ষরিত না হলেও ভারতীয় গণমাধ্যম বলছে শীঘ্রই একত্রে কাজ করবেন তারা ।
আমির খান পরিবারের সাথে সময় কাটালেও রাজ কুমার হিরানি ব্যস্ত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। এই সিনেমায় অভিনয় করছেন শাহরুখ খান। ধারনা করা হচ্ছে ‘ডানকি’র কাজ শেষ হলে আমিরের সাথে জুটি বাধবেন রাজকুমার হিরানি ।