
গত বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে কংস নদে নৌকা ডুবে তিনজন ব্যাক্তি নিখোঁজ হন। পূর্বধলা উপজেলার জামতলা বাজার ও দুর্গাপুর উপজেলার মোচারবাড়ি ফেরিঘাটের নদের মাঝামাঝি স্থানে নৌকা ডুবে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসাছাত্র মাহবুব মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকা ডুবে নিখোঁজ তিনজনেরই লাশ উদ্ধার করা হলো। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ ও স্থানীয় লোকজন নদের পৃথক স্থান থেকে বাকী দুই নিখোঁজ – স্বপন মিয়া (২৫) ও সোহেল মিয়ার (২১) লাশ উদ্ধার করেন।
দুর্গাপুর উপজেলার স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকাডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে সহযোগিতা স্বরূপ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।