আগামী নির্বাচনের আগে পাঁচ দেশের রাষ্ট্রদূত পরিবর্তন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশগুলো হলো- ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া, মিশর ও ভিয়েতনাম। বৃহস্পতিবার ( ৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভিয়েতনামের রাষ্ট্রদূত সামিনা নাজকে মিসরে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত করে মিসরে অবস্থিত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। সামিনা নাজ এর আগে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন।
সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
ভিয়েতনামে মো. লুৎফর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
মালয়েশিয়ায় নিয়োগ পেয়েছেন মো. শামীম আহসান। তিনি ইতালিতে ছিলেন।
ইতালিতে নিয়োগ পেয়েছেন মো. মনিরুল ইসলাম।