আজ শনিবার (৮ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবিধানিকভাবেই এই সরকার অবৈধ। এই সরকারের কোনো অধিকার নেই তাদের অধীনে নির্বাচন দেওয়ার।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। প্রত্যেক আওয়ামী লীগের লোকজনের চেহারা বদলে গেছে। যাদের ভালোমতো একটা ঘর ছিল না তারা আজ পাঁচতলা বাড়ির মালিক। যারা সাইকেলে চড়তে পারত না তারা এখন বিরাট বিরাট দামি দামি গাড়ি চড়ে, বিলাসিতার শেষ নেই। আর আমাদের সাধারণ মানুষের অবস্থা বঞ্চিত হতে হতে নিম্নস্তরে ঠেকেছে। ঋণ করতে করতে এই সরকার প্রতিটি মানুষকে ঋণগ্রস্ত করে ফেলেছে। সাপ্লাইয়ার্সে ক্রেডিটের নামে ঋণ নিয়ে সরকার বাংলাদেশকে ফতুর করে ফেলেছে। এর পরও তারা বড় বড় গলায় কথা বলে। যারা চোর তাদের গলায় আবার জোর বেশি। আওয়ামী লীগের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নেই। একটাই আছে সন্ত্রাস আর চুরি।’
এসময় এনপিপির চেয়ারপারসন ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনাসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপার খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নজরুল ইসলাম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী প্রমুখ উপস্থিত ছিলেন।