‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার কথা দর্শক শ্রোতারা কিন্তু এখনও ভুলে যায় নি। সেই রেশ অব্যাহত থাকতেই হালের গরম নিউজ এই যে, বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত বলিউড ফিল্ম ‘পুষ্পা: দ্য রাইজ’ এর পার্ট টু ‘পুষ্পা: দ্য রুল’- এর একটি আইটেম নম্বরে।
এমনিতেই লাস্যময়ী এই অভিনেত্রী ঊর্বশী ‘আইটেম গার্ল’ হিসেবে বলিউডে বেশ নামডাক কুড়িয়েছেন। মূল নায়িকা হিসেবে তেমন নজর কাড়তে না পারলেও আইটেম গানগুলোতে তার দিকে চোখ যায় সকলের। শোনা যাচ্ছে সিনেমার দ্বিতীয় ভাগে একটি বিশেষ নাচে তাকে দেখা যাবে এবং তার জন্য পারিশ্রমিক হাকাচ্ছেন ২ থেকে ৩ কোটি টাকা।
প্রথম পার্ট ‘পুষ্পা: দ্য রাইজ’ এর আইটেম নাচে দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর নাচের ঠুমকাতে ব্যাপক উন্মাদনা দেখিয়েছিল বলিউড মুভির ভক্ত অনুরাগীরা। এবার এর সিকুয়্যালে ঊর্বশী কতটা চমক দেখাতে পারেন সেটাই এখন দেখার বিষয় ! গুঞ্জন এমনও শোনা যাচ্ছে যে রণবীর সিং এর’ও আবির্ভাব ঘটতে পারে ‘পুষ্পা টু’- তে। শুটিং এখনও চলছে ভারতজুড়ে একাধিক জায়গায়। শুটিং করেছেন আল্লু অর্জুন সহ সিনেমার পুরো ইউনিট। স্বভাবতই পুরো চমক কেউই এখনও খোলাসা করতে চাচ্ছেন না। অপেক্ষা করতে হতে পারে আগামী বছরের মে মাস পর্যন্ত।