
বগুড়ায় ফুটবল খেলার মাঠের তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জসিম (৩৮) নামের এক রংমিস্ত্রী খুন হয়েছেন। শনিবার (০৮ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে শহরের চক লোকমান দোতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শহরের চক লোকমান দোতলা মসজিদের পাশের মাঠে খেলার সময় জসিমের ছেলের গায়ে ফুটবল লাগায় কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ায় স্থানীয়দের হস্তক্ষেপে দু’পক্ষকে ক্লাবঘরে ডেকে রাতেই মীমাংসা হয় বিষয়টি। এরপর শনিবার বেলা সাড়ে ১১টায় আবারও প্রতিপক্ষের বখাটেরা এসে এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম করে রংমিস্ত্রি জসিমকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বনানী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলী আশরাফ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’