সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (৮ জুলাই) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে আশা প্রকাশ করে জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ ২০২৩ এর সেপ্টেম্বরে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এতে মাত্র ১০ মিনিটে বিমানবন্দর থেকে তেজগাঁও পৌঁছানো যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এতে বিমানবন্দর স্টপেজে নেমেই যাত্রীরা সরাসরি বিমান যাত্রা করতে পারবেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে থ্রি-হুইলার ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হবে না।
ইতিমধ্যে তিন ধাপে প্রথম অংশের বনানী পর্যন্ত ৯৭ শতাংশ, বনানী থেকে মগবাজার অংশে ৫৪ শতাংশ কাজ শেষ হয়েছে। এদিকে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত শেষ অংশের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের সর্বমোট কাজ শেষ হয়েছে ৬৩ শতাংশ। ৩১ র্যাম্প বিশিষ্ট চার লেনের ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার প্রকল্প সম্পূর্ণ হলে রাজধানীরর সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) সংযুক্ত হবে। প্রকল্পের অর্থ তুলতে পৃথক টোল প্লাজা স্থাপন করবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)।