![](https://banglapressbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বছর শুরু হতেই নিজের অবস্থানের জানান দিয়েছিলেন বলিউডের অপ্রতিদ্বন্দী অভিনেতা শাহরুখ খান। “পাঠান” দিয়ে বুঝিয়ে দিয়েছেন ফুরিয়ে যান নি তিনি বরং ফিরে এসেছেন নতুন রূপে। তাই নিজের গদিকে আরও পাকাপোক্ত করতে সামনেই হাজির হচ্ছে তার নতুন সিনেমা – “জওয়ান’
এরই মধ্যে শনিবার রাতে ‘জওয়ান’ নিয়ে নিজের টুইটারে টুইট শেয়ার করে ঝড় তুলে দিয়েছেন বলিউড বাদশাহ! ভক্তদের উন্মাদনা আরও বাড়াতে নিজেই জানালেন আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা “জওয়ান”এর ট্রেলার।
৭ সেপ্টেম্বর ২০২৩-এ “জওয়ান” মুক্তি পেতে চলেছে, হিন্দি, তামিল ও তেলুগু-তে’। আপাতত ১০ জুলাই এর অপেক্ষায় রয়েছে পুরো বলিউড।